এনজিও সিএসএস-এর প্রতিষ্ঠাতা প্রয়াত রেভারেন্ড পল মুন্সীর স্মরণে রাজবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সিএসএস-এর মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের (ক্ষুদ্রঋণ কর্মসূচী) রাজবাড়ী জোনের আয়োজনে গতকাল ১৭ই জুন আহম্মদ আলী মৃধা কলেজে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এতে রাজবাড়ী মা ও শিশু কল্যাণ কেন্দ্রের (ম্যাটার্নিটি) মেডিকেল অফিসার ডাঃ মোঃ নেয়ামত উল্লাহ এবং কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ নিশাত তাসনিম আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।
এ সময় সিএসএস-এর মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের জোনাল ম্যানেজার গৌর চন্দ্র পাল, রিজিওনাল ম্যানেজার শ্রীবাস চন্দ্র বিশ্বাস, অডিট অফিসার ইকরামুল হক, ব্রাঞ্চ ম্যানেজার বাশারুল ইসলাম এবং আইটি অফিসার মফিজুল হক উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, দিনব্যাপী অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে সিএসএস-এর মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের উপকারভোগী নারী সদস্য ও তাদের শিশু সন্তানসহ প্রায় সাড়ে ৩শত রোগীকে ব্যবস্থাপত্র(প্রেসক্রিপশন) প্রদান করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com