মাদক দ্রব্যের অপব্যবহার রোধে কালুখালীতে কর্মশালা অনুষ্ঠিত

মোখলেছুর রহমান || ২০২২-০৬-১৮ ১৪:৩৫:২১

image

রাজবাড়ী জেলার কালুখালীতে মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমম্বিত কর্ম-পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 
  কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে এবং রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় গতকাল ১৮ই জুন সকালে কালুখালী সরকারী কলেজের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 
  কালুখালী উপজেলা নির্বাহী অফিসার আতিকুল সভাপতিত্বে কর্মশালায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর হোসেন খান, কালুখালী সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হাসান, কালুখালী থানার ওসি নাজমুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাসার চৌধুরী ও উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্তু কুমার দাস প্রমুখ বক্তব্য রাখেন। 
  এ সময় উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমম্বিত কর্ম-পরিকল্পনা প্রণয়ন সম্পর্কিত সুপারিশ তুলে ধরেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com