পদ্মা নদীতে পানি বৃদ্ধির ফলে স্রোতের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরী চলাচল ব্যাহত হচ্ছে। এতে দৌলতদিয়া ঘাট এলাকায় আটকে থাকা যানবাহনের দীর্ঘ সিরিয়াল তৈরি হচ্ছে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর চালকরা গাড়ী নিয়ে ফেরীতে ওঠার সুযোগ পাচ্ছে।
গতকাল ১৯শে জুন সকালে সরেজমিনে ঘুরে দেখা যায়, দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের গোয়ালন্দ ফায়ার সার্ভিস পর্যন্ত ৪ কিলোমিটার এলাকা জুড়ে পণ্যবাহী ট্রাকের সিরিয়াল রয়েছে। এর মধ্যে ১কিলোমিটার এলাকায় যাত্রীবাহী বাসের সিরিয়ালও রয়েছে। ফেরী ঘাট কর্তৃপক্ষ যাত্রীবাহী বাস, কাঁচামাল বোঝাই ট্রাক ও ব্যক্তিগত ছোট গাড়ীগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করছে।
পানি উন্নয়ন বোর্ডের গোয়ালন্দ উপজেলা কার্যালয়ের গেজ রিডার(পানি পরিমাপক) সালমা খাতুন জানান, পানি বৃদ্ধি পাওয়ায় পদ্মা নদীর অনেক চর ইতিমধ্যে ডুবে গেছে। নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ডুবতে শুরু করেছে। এভাবে পানি বাড়তে থাকলে কয়েক দিনের মধ্যেই পদ্মা নদীর পানি বিপদসীমা অতিক্রম করবে। রবিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২১ সেন্টিমিটার পানি বেড়েছে।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য প্রফুল্ল চৌহান বলেন, স্রোতের কারণে চলাচল ব্যাহত হওয়ায় ফেরী পারাপারে স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ সময় লাগছে। ফলে ফেরীগুলোর ট্রিপ সংখ্যা কমে গেছে। এই রুটের ২০টি ফেরীর মধ্যে বর্তমানে ১৬টি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। যান্ত্রিক ত্রুটির জন্য ২টি ফেরী ডকইয়ার্ডে মেরামতে রয়েছে এবং স্রোতের মধ্যে চলার মতো সক্ষমতা না থাকায় ২টি ফেরী বসিয়ে রাখা হয়েছে। এ জন্য দৌলতদিয়া ঘাট এলাকায় যানবাহনের সিরিয়াল তৈরি হচ্ছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com