রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ও জঙ্গল ইউনিয়নের গড়াই নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ১৩০টি ও উপজেলার করোনায় আক্রান্ত ৩৩টি পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।
গত ৩১শে জুলাই সকাল থেকে বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত এই ত্রাণ সামগ্রী বাড়ী বাড়ী পৌঁছে দেয়া হয়। এ সময় বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, সহকারী কমিশনার(ভূমি) এস.এম আবু দারদা, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ত্রাণ সামগ্রীর মধ্যে নারুয়া ও জঙ্গল ইউনিয়নের গড়াই নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ১৩০টি পরিবারের মধ্যে চাল, আটা, ডাল, তেল, লবণ, সেমাই, চিনি, চিড়া এসব খাদ্য সামগ্রী এবং করোনায় আক্রান্ত ৩৩টি পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রীর পাশাপাশি নগদ ২হাজার টাকা করে বিতরণ করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com