রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর ও রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়ায় গতকাল ২০শে জুন বিকালে বালুবাহী ট্রাকের পৃথক দুর্ঘটনায় এক শিশু ও এক নসিমন চালক নিহত হয়েছে।
নিহতরা হলো- দয়ালনগর গ্রামের ভ্যান চালক রজন ফকিরের সাড়ে ৩বছর বয়সী মেয়ে রাবেয়া আক্তার এবং রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া গ্রামের হারুন গাজীর ছেলে রহিম গাজী(৩৫)। তাদের মধ্যে শিশু রাবেয়া আক্তার বাগমারা-ধাওয়াপাড়া আঞ্চলিক সড়কের দয়ালনগর(সূর্যনগর) খুলুবাড়ী ব্রীজের পাশে ১০ চাকার বালুবাহী ট্রাকের চাপায় এবং নসিমন চালক রহিম গাজী মাটিপাড়া-বাগমারা আঞ্চলিক সড়কের মাটিপাড়া স্কুলের মোড়ে বালুবাহী ডাম্প ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে দু’জনই ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয়রা ট্রাক ২টি আটক করলেও চালকরা পালিয়ে গেছে।
নিহত শিশু রাবেয়ার চাচী ফরিদা বেগম জানান, রাবেয়া রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বালুবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই ওর মৃত্যু হয়। স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
অপর দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী রিয়াজ উদ্দিন বলেন, বালুবাহী ডাম্প ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেরই নসিমন চালক রহিম গাজী নিহত হয়।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ জুম্মি নাহদিয়া বলেন, হাসপাতালে আনার আগেই তাদের দু’জনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে মনে হচ্ছে দু’জনেরই মাথায় আঘাত লাগায় তাদের মৃত্যু হয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com