বালিয়াকান্দিতে এনজিও আশা’র পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

রঘুনন্দন সিকদার || ২০২০-০৫-১১ ১৮:৪১:৩২

image

করোনা ভাইরাস সংকটের কারণে এনজিও আশা’র পক্ষ থেকে বালিয়াকান্দি উপজেলার ২শত দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 
  আশা’র বালিয়াকান্দি আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে গতকাল ১১ই মে সকালে উপজেলা পরিষদ চত্বর ও নবাবপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 
  এ সময় বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান আলী, আশা’র বালিয়াকান্দি আঞ্চলিক ব্যবস্থাপক সুদীপ্ত সাহা, শাখা ব্যবস্থাপক-১ আবুল হোসেন, শাখা ব্যবস্থাপক-২ তানভীর আহম্মেদ, এনজিও সমন্বয়কারী শাজাহান সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল ও ১ কেজি করে লবণ। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com