বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের গোয়ালন্দ উপজেলা ফাইনাল অনুষ্ঠিত

গোয়ালন্দ প্রতিনিধি || ২০২২-০৬-২৭ ১৬:৩৯:০৫

image

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা পর্যায়ের ২টি ফাইনাল খেলা গতকাল ২৭শে জুন উপজেলা কোর্ট চত্ত্বরের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
  বালকদের বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে উজানচর ইউনিয়নের বালিয়াডাঙ্গী সপ্রাবি দল ৪-০ গোলে পৌরসভার উজানচর মডেল সপ্রাবি দলকে এবং বালিকাদের বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনালে দৌলতদিয়া ইউনিয়নের জলিল সরদার পাড়া সপ্রাবি দল ট্রাইব্রেকারে ৫-০ গোলে উজানচর ইউনিয়নের বাহাদুরপুর সপ্রাবি দলকে হারিয়ে উপজেলা পর্যায়ের চ্যাম্পিয়ন হয়। বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন। 
  ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ আমিরুল হক শামীম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কবির হোসেন, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের আমজাদ হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর নাসির উদ্দিন রনি, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান ও সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয় প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দুদুখান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাসরিন আক্তার ইতি।
  উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন বলেন, আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা শিশুদের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য দেশব্যাপী এই টুর্নামেন্টের আয়োজন। আলোকিত সমাজ গড়ার জন্যও এই টুর্নামেন্ট অনেক ভূমিকা রাখবে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com