গোয়ালন্দের উজানচরের ২টি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ

মইনুল হক মৃধা || ২০২২-০৬-২৮ ১৬:২২:৪৮

image

ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিল এর আওতায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বালিয়াডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। 
  গতকাল ২৮শে জুন দুপুরে সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে স্কুল ব্যাগগুলো বিতরণ করা হয়। 
  গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার ভারপ্রাপ্ত উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার বিভাগের এলজিএসপি-৩ প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মোঃ রফিকুল ইসলাম, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা ও সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউটের প্রধান শিক্ষিক আরিফা আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com