পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার || ২০২২-০৬-২৮ ১৬:৩৭:১২

image

আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৮শে জুন সকালে কালেক্টরেটের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।  
  জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখের সঞ্চালনায় সভায় রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সালাহ উদ্দিন, গোয়েন্দা সংস্থা এনএসআই’র উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জেল সুপার মোঃ আব্দুর রহিম, রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক আব্দুর রহমান, জেলা তথ্য অফিসার শাহিন মিয়া, রাজবাড়ী জজ কোর্ট জামে মসজিদের ইমাম মাওলানা সিরাজুল কবির, জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মুরাদ হাসান ও জেলা প্রশাসনের এনডিসি সাইফুল হুদাসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। সভায় রাজবাড়ী শহরের রেলওয়ে ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। 
  সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, আবহাওয়া দুর্যোগপূর্ণ হলেও মুসল্লীরা যাতে নামাজ আদায় করতে পারেন তার ব্যবস্থা করতে হবে। কোরবানীর পশু বেচাকেনার সময় জাল টাকার বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গণপরিবহন, কোরবানীর হাট, জনসমাগম স্থলসহ চলাচলের ক্ষেত্রে মাস্ক পরিধান ও স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। পৌরসভার দায়িত্বে সঠিকভাবে কোরবানী বর্জ্য পরিষ্কার করতে হবে। কোরবানীর পশুর চামড়া যেন পাচার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আশা করি সম্মিলিত প্রচেষ্টায় সবাই মিলে সুন্দরভাবে পবিত্র ঈদ-উল আযহা উদযাপন করতে পারবো।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com