বালিয়াকান্দিতে পল্লী মাতৃকেন্দ্রের সম্পাদিকাদের প্রশিক্ষণ সমাপনী

তনু সিকদার সবুজ || ২০২২-০৬-২৯ ১৪:৫৪:৪৮

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সমাজসেবা অধিদপ্তর পরিচালিত পল্লী মাতৃকেন্দ্রের সম্পাদিকাদের ২দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী হয়েছে।
  গতকাল ২৯শে জুন সকালে উপজেলা পরিষদের হলরুমে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, সহকারী পরিচালক আবুল হাসেম, বালিয়াকান্দি উপজেলা সমাজসেবা অফিসার অজয় কুমার হালদার ও সহকারী সমাজসেবা অফিসার প্রসেনজিৎ চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। 
  উল্লেখ্য, বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমাজসেবা অধিদপ্তর পরিচালিত পল্লী মাতৃকেন্দ্রের ১৫ জন সম্পাদিকা ২দিনের এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com