২৫ জুলাই গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের নির্বাচন

গোয়ালন্দ প্রতিনিধি || ২০২২-০৬-৩০ ১৪:৪১:১৪

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের নির্বাচন আগামী ২৫শে জুলাই অনুষ্ঠিত হবে। 
  গতকাল ৩০শে জুন মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত পরিষদের ১৮টি পদের বিপরীতে ২৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার মধ্যে সভাপতির ১টি পদে ২জন, সহ-সভাপতির ৩টি পদে ৫ জন, সাধারণ সম্পাদকের ১টি পদে ২ জন, সহ-সাধারণ সম্পাদকের ২টি পদে ৪ জন, সাংগঠনিক সম্পাদকের ১টি পদে ২ জন, কোষাধ্যক্ষের ১টি পদে ২ জন, দপ্তর সম্পাদকের ১টি পদে ২ জন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকের ১টি পদে ২ জন, প্রচার সম্পাদকের ১টি পদে ২ জন, ধর্মীয় সম্পাদকের ১টি পদে ২ জন এবং কার্যকরী সদস্যের ৫টি পদে ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
  আগামীকাল ২রা জুলাই দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই, ৩-৪ জুলাই প্রার্থীতা প্রত্যাহার ও ১৩ই জুলাই বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। নির্বাচনে প্রায় ২২শত জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।  

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com