রাজবাড়ীতে জেকা বাজারের প্রতারিত গ্রাহকদের মানববন্ধন

আসাদুজ্জামান নুর || ২০২২-০৬-৩০ ১৪:৪৭:৫৫

image

গতকাল ৩০শে জুন সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেছে কথিত ই-কমার্স (এমএলএম) কোম্পানী ‘জেকা বাজার’ এর প্রতারিত গ্রাহকরা। 
  মানববন্ধন চলাকালে প্রতারিত গ্রাহকদের মধ্যে মোকলেছুর রহমান আপন, জুবায়ের হোসেন বাপ্পী, হাবিবুর রহমান রনি, ওমর ফারুক, মোস্তাফিজুর রহমান, আবু আখের, কাওছার আহম্মেদ, মেহেদী হাসান, ইসহাক, রাব্বি, নাজমুল ইসলাম, শুভ খান, শিহাব উদ্দিন ও রবিউল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। 
  বক্তাগণ জেকা বাজারের জাবিউল্লাহ জাবেরসহ অন্যান্যদের আইনের আওতায় আনাসহ তাদের বিনিয়োগকৃত অর্থ আদায়ের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। 
   উল্লেখ্য, প্রায় দেড় বছর পূর্বে জেকা বাজারের সাথে সংশ্লিষ্টরা রাজবাড়ী শহরের পান্না চত্ত্বর এলাকার নান্নু টাওয়ারের দোতলায় আলিশান অফিস খুলে ৩০০ টাকার প্রতি আইডিতে প্রতিদিন ১০ টাকা করে লাভ ও বিভিন্ন পণ্য দেয়ার প্রলোভন দেখিয়ে বিপুল সংখ্যক গ্রাহক বানিয়ে তাদের কাছ থেকে ৫০/৬০ কোটি টাকা হাতিয়ে নেয়। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com