নিউইয়র্ক সিনেটে বাংলাদেশী অভিবাসী দিবস ঘোষণার সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার || ২০২২-০৬-৩০ ১৪:৫১:১১

image

চলতি বছরের ২৫শে সেপ্টেম্বরকে ‘বাংলাদেশী অভিবাসী দিবস’ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার উচ্চকক্ষ সিনেট। 
  এই দিনটি উপলক্ষে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সহযোগিতায় মুক্তধারা নিউইর্য়ক ও ইউএসএ-বাংলাদেশ বিজনেস লিঙ্কস নিউইয়র্কে বাংলাদেশী ইমিগ্রান্ট ডে এবং ট্রেড ফেয়ারের আয়োজন করছে। গত একবছর ধরে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছরকে বিভিন্নভাবে তুলে ধরার কাজ করে চলেছে আয়োজকরা।
  মুক্তধারা ফাউন্ডেশন নিউইর্য়কের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩রা জুন সিনেটে এতদসংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়েছে। নিউইয়র্ক স্টেট গভর্ণর ক্যাথি হোকল দায়িত্ব গ্রহণের পর, এই প্রথম বিলটি সিনেটের উচ্চকক্ষে গৃহীত হয়। এর আগে ২০১৯ সালে গভর্ণর এন্ড্রু কুমোর সময় বিলটি আইন পরিষদে প্রথম পাশ হয়।
  ওই প্রস্তাবে নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার প্রশংসা করা হয়। প্রস্তাবে নিউইয়র্কে বাংলাদেশী-আমেরিকানদের অবদানের স্বীকৃতি হিসেবে ২০২২ সালের ২৫শে সেপ্টেম্বরকে ‘বাংলাদেশী অভিবাসী দিবস’ ঘোষণার জন্য গভর্নর ক্যাথি হোকলের প্রতি অনুরোধ জানানো হয়।
  সিনেটে গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, এমন সময় এ প্রস্তাব গৃহীত হলো, যখন যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সর্ম্পকের ৫০ বছর উদ্যাপন করা হচ্ছে। বাংলাদেশী অভিবাসীরা উনিশ শতকের দিকে তাঁদের পরিবার ও স্বজনদের ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। যুক্তরাষ্ট্রে আসা বাংলাদেশী অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় নিউইয়র্কে বসবাস করেন। এখানে বাংলাদেশীদের সংস্কৃতি সম্পর্কে জানতে হলে, তাঁদের মুদিদোকান, কাপড়ের দোকান ও রেস্তোরাঁগুলোতে যেতে হবে। নিউইর্য়ক পার্শ্ববর্তী অঙ্গরাজ্যগুলোতেও বহু বাংলাদেশী অভিবাসী বসবাস করেন।
  প্রস্তাবে বলা হয়েছে, ১৯৭১ সালে স্বাধীন হয় বাংলাদেশ। ১৯৭৪ সালের ২৫শে সেপ্টেম্বর বাংলাদেশিদের জন্য একটি ঐতিহাসিক দিন। কারণ, ওই দিন জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় তাঁর ভাষণটি দিয়েছিলেন। প্রস্তাবে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিকামী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করা হয়। একই সঙ্গে নিউইয়র্কসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশি প্রবাসীদের অর্জনের প্রশংসা করা হয়।
  উল্লেখ্য,  নিউইয়র্কের  মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বিশ্বজিত সাহার প্রচেষ্টায় সিনেটর স্ট্যাভেস্কির প্রস্তাবনায় ২০১৯ সালে প্রথম বারের মত নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার উচ্চকক্ষ সিনেটে ২৫শে সেপ্টেম্বরকে বাংলাদেশী ইমিগ্রান্ট ডে হিসেবে বিলটি পাশ হয়। এই নিয়ে পরপর চতুর্থ বছর বিলটি আইন পরিষদে গৃহীত হলো।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com