বালিয়াকান্দিতে বর্ণাঢ্য আয়োজনে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

বালিয়াকান্দি প্রতিনিধি || ২০২২-০৭-০১ ১৬:৩৪:২২

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে বর্ণাঢ্য আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
  এ উপলক্ষ্যে গতকাল ১লা জুলাই বালিয়াকান্দির বিভিন্ন স্থানে রথ নিয়ে শোভাযাত্রা, কীর্তন, পবিত্র গীতা পাঠ, প্রসাদ বিতরণসহ নানা আয়োজন করা হয়। কোথাও কোথাও বসে গ্রামীণ মেলা। 
  বিকালে ইলিশকোল ইসকন মন্দির থেকে বের হওয়া রথযাত্রাটি বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দির ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় বালিয়াকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক চন্দ্রনাথ কুন্ডুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 
  ইলিশকোল ইসকন মন্দিরে আসা ভক্ত হিরা দে বলেন, আমরা সারা বছরই অধীর আগ্রহে থাকি কবে জগন্নাথ দেবের এই রথযাত্রা আসবে। রথের দড়ি টেনে পাপ মোচনের জন্য প্রার্থনা করি।
  জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা গ্রামের রথযাত্রায় আসা হৃদয় সাহা বলেন, গত দুই বছর করোনার কারণে এই রথযাত্রা উৎসব বন্ধ থাকায় এবার বেশ উৎসবমুখ পরিবেশেই অনুষ্ঠিত হচ্ছে। বন্ধু-বান্ধব মিলে এসেছি জগন্নাথ দেবের রথ টানতে।
 উল্লেখ্য, আগামী ৯ই জুলাই উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com