পাংশায় নতুন করে রাঁধুনী হোটেলের উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল

মোক্তার হোসেন || ২০২২-০৭-০১ ১৬:৩৫:২৯

image

রাজবাড়ী জেলার পাংশা শহরে নতুন করে রাঁধুনী হোটেল এন্ড সুইটস’র যাত্রা শুরু হয়েছে। 
  গতকাল ১লা জুলাই জুম্মার নামাজের পর পাংশা পৌরসভা ভবনের সামনে নতুন করে রাঁধুনী হোটেলের উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
  অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাংশা শাহ জুই(রঃ) কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাঃ আবু মুসা আশয়ারী।
  অনুষ্ঠানে রাঁধুনী হোটেল এন্ড সুইটস’র মালিক মনজুর মোর্শেদসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
  রাঁধুনী হোটেল এন্ড সুইটস’র মালিক মনজুর মোর্শেদ বলেন, নতুন করে রাঁধুনী হোটেলের যাত্রা শুরু করা হলো। পরিস্কার পরিচ্ছন্নতার সাথে সুলভ মূল্যে খাদ্য সামগ্রী বিক্রয় করা হবে। হোটেল পরিচালনায় সকল শ্রেণি পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com