রাজবাড়ী সদরের প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন॥ সভাপতি মানিক-সেক্রেটারী ইব্রাহিম

স্টাফ রিপোর্টার || ২০২২-০৭-০১ ১৬:৪৩:২০

image

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির রাজবাড়ী সদর উপজেলার শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
  গতকাল ১লা জুলাই রাজবাড়ীর টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের নতুন ভবনে (শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন) এই নির্বাচন অনুষ্ঠিত হয়। 
  এতে সভাপতি পদে মানিক বিশ্বাস ৪৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আঞ্জুমান আরা বেগম ১৯৬ ভোট পান। সাধারণ সম্পাদক পদে ইব্রাহিম ভূঁইয়া ৪০৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী নাজমুল ইমাম ২১৭ ভোট পান। 
  এছাড়া নির্বাহী সভাপতি পদে মৃণাল কান্তি মন্ডল(৪২১), সিনিয়র যুগ্ম সম্পাদক পদে বিকাশ চন্দ্র সরকার (১৩৮), সাংগঠনিক সম্পাদক পদে দীনেশ চন্দ্র সরকার (৩৮৮) ও অর্থ সম্পাদক পদে আবুল কালাম(৩৩০) নির্বাচিত হন। 
  সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর গণনা শেষে সন্ধ্যা ৭টার দিকে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার নাসরিন আক্তার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এর আগে নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস ভোটকেন্দ্র পরিদর্শন করেন। 
  উল্লেখ্য, সমিতির ৫১টি পদের মধ্যে উল্লেখিত ৬টি পদে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। বাকী ৪৫টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বতায় নির্বাচিত হন। নির্বাচনে রাজবাড়ী সদর উপজেলার ১৩৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৭৯০ জন ভোটামের মধ্যে ৬৩৮ জন ভোট দেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com