গোপালপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদের নির্বাচন

শামীম হোসেন || ২০২২-০৭-০৪ ১৫:৪০:৩৩

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের গোপালপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
  গতকাল ৪ঠা জুলাই সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনার পর নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ মাহবুব হোসেন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। 
  নির্বাচনে সাধারণ(পুরুষ) অভিভাবক সদস্যের ৪টি পদের বিপরীতে ১৩জন এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্যের ১টি পদের বিপরীতে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে সাধারণ অভিভাবক সদস্য পদে আসিফ মন্ডল ১৪৬, ফিরোজ আলী মন্ডল ১৪৩, আলামিন মন্ডল ১৪০ ও সুজিত পাল ১১১ ভোট পেয়ে এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে রেনুকা বেগম ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনে ৩৩১ জন ভোটারের মধ্যে ২৬১ জন ভোট দেন। এর মধ্যে সাধারণ অভিভাবক সদস্য পদে ৭৬ ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ৫৪টি ভোট বাতিল হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com