পাংশায় অবৈধ বালু পরিবহণকারী বাটাহাম্বা চালকের ৭দিনের জেল

শামীম হোসেন || ২০২২-০৭-০৫ ১৬:০৭:১৮

image

রাজবাড়ী জেলার পাংশায় পদ্মা নদী থেকে অবৈধভাবে উত্তোলনকৃত বালু পরিবহনের দায়ে ১টি বাটাহাম্বা(দেশীয় প্রযুক্তিতে তৈরী গাড়ী) জব্দ ও এর চালক রাকিব (২৩)কে ৭দিনের বিনাশ্রম জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 
  গতকাল ৫ই জুলাই বিকালে পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আলী হাবাসপুর ইউনিয়নের চর আফড়া এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত বাটাহাম্বা চালক রাকিব পার্শ্ববর্তী কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের রবি মন্ডলের ছেলে।
  উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী জানান, পদ্মা নদী থেকে অবৈধভাবে উত্তোলনকৃত বালু পরিবহনের দায়ে ১টি বাটাহাম্বা জব্দ ও এর চালককে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় ৭ দিনের বিনাশ্রম জেল প্রদান করা হয়েছে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com