এবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর জন্য আম পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্টাফ রিপোর্টার || ২০২২-০৭-০৫ ১৬:০৯:৪১

image

শুভেচ্ছা উপহার হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের জন্য ১০০০ কেজি আম্রপালি জাতের আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
  গতকাল ৫ই জুলাই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে আমগুলো দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়। তিনি পাকিস্তানের পক্ষ থেকে ধন্যবাদের সাথে আমগুলো গ্রহণ করেন। 
  উল্লেখ্য, কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকারকে শুভেচ্ছা উপহার হিসেবে আম্রপালি ও হাড়িভাঙ্গা জাতের আম প্রেরণ করেছিলেন। গত বছরও তিনি একইভাবে ভারতে আম পাঠিয়েছিলেন।  

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com