রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে দৌলতদিয়া পতিতাপল্লীর ১৭৮ জন যৌনকর্মীর মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল ৭ই জুলাই দুপুরে পতিতাপল্লী সংলগ্ন স্থানীয় এনজিও মুক্তি মহিলা সমিতির (এমএমএস) কার্যালয়ে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান, বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুর জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রহমান মন্ডল, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম ও প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন। বিতরণকৃত ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, চিনি, সেমাই ও গুড়ো দুধ প্রভৃতি।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com