নড়াইল-সাভারে শিক্ষক নির্যাতন-হত্যাসহ সাংস্কৃতিক সংগঠকদের নিপীড়নের প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন পালিত হয়েছে।
গতকাল ৭ই জুলাই সকালে রাজবাড়ী রেলগেট রাজবাড়ী রেলগেট এলাকায় কয়েকটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে এই মানববন্ধন পালন করাি হয়। মানববন্ধন চলাকালে জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা শাখার সভাপতি অসীম কুমার পাল, সহ-সভাপতি লুৎফর রহমান লাবু, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা উদীচীর সহ-সভাপতি আজিজুল হাসান খোকা, মহিলা পরিষদের আঞ্জুমান আরা বেগম, সিপিবি নেতা ধীরেন্দ্রনাথ দাস, রশিদ আল কামাল, আশরাফুল আলম আক্কাস, আব্দুল কুদ্দুস মোল্লা, সুজয় কুমার দাস, আলী রেজা প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ নড়াইল-সাভারে শিক্ষক নির্যাতন-হত্যাসহ সাংস্কৃতিক সংগঠকদের নিপীড়নের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের শাস্তির দাবী জানান।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com