বালিয়াকান্দিতে মানবতার মিশন ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

তনু সিকদার সবুজ || ২০২২-০৭-০৭ ১৪:৩২:৪৮

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় গতকাল ৭ই জুলাই সকালে ‘মানবতার মিশন ফাউন্ডেশন’ নামক সংগঠনের উদ্যোগে ৭০টি দুস্থ-অসহায় পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

  বালিয়াকান্দি উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অজয় কুমার হালদার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাসিনা ফাহমিদা বানু প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুল শিক্ষক শাহীন আল মাসুদ। এ সময় মানবতার মিশন ফাউন্ডেশনের জেলা ইউনিটের সভাপতি হাসান আলী, সাধারণ সম্পাদক মোল্লা হাসান, সাইফুল ইসলাম, বিল্লাল হোসেন, জুয়েল রানা ও শান্ত খান প্রমুখ উপস্থিত ছিলেন। 

  উল্লেখ্য, বিতরণকৃত ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল পরিবার প্রতি ৫ কেজি করে চাল, ১ কেজি চিনি, ২ প্যাকেট সেমাই, ২ প্যাকেট গুড়ো দুধ ও কিশমিশ। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com