রাজবাড়ী জেলার পাংশায় মেয়েদের ফুটবল টিম গঠনের লক্ষ্যে নিয়মিত প্র্যাকটিস চলছে।
পাংশা স্পোর্টিং ক্লাব ও পাংশা ফুটবল একাডেমীর সার্বিক তত্ত্বাবধায়নে ১৫-১৬ জন কিশোরী ফুটবলার প্রতিদিন পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে প্র্যাকটিস করে। এই কিশোরী ফুটবলারদের উৎসাহ দিতে তাদেরকে ঈদের শুভেচ্ছা উপহার (অর্থ) দিয়েছেন পাংশা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, জেলা পরিষদের সাবেক সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার কুন্ডু।
গতকাল ৮ই জুলাই বিকালে পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে প্র্যাকটিসের স্থানে গিয়ে তিনি তাদেরকে এই শুভেচ্ছা উপহার দেন। এ সময় উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, পাংশা স্পোর্টিং ক্লাব ও পাংশা ফুটবল একাডেমীর সভাপতি সাংবাদিক মাসুদ রেজা শিশির, ক্রীড়া শিক্ষক আব্দুল করিম ও মতিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com