রাজবাড়ীতে করোনার সংক্রমণ বাড়ছে॥নতুন শনাক্ত ২২জন

স্টাফ রিপোর্টার || ২০২২-০৭-০৮ ১৫:৩২:৫৪

image

রাজবাড়ী জেলায় গত ৭ই জুলাই আরও ২২ জনের করোনা শনাক্ত হয়েছে।

  সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ওই দিন জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে ৬৭ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে রাজবাড়ী সদর হাসপাতালে ৩৫ জনের নমুনা পরীক্ষার বিপরীতে ১০ জনের, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২  জনের নমুনা পরীক্ষার বিপরীতে ৫ জনের, কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জনের নমুনা পরীক্ষার বিপরীতে ৩ জনের ও গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জনের নমুনা পরীক্ষার বিপরীতে ২ জনের করোনা শনাক্ত হয়। সব মিলে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৯.৮%। 

  উল্লেখ্য, ৭ই জুলাইয়ের আগের ৪ দিনে জেলায় আরও ৩৫ জনের করোনা শনাক্ত হয়। তার মধ্যে ৬ই জুলাই ৯ জনের, ৫ই জুলাই ৭ জনের, ৪ঠা জুলাই ১০ জনের ও ৩রা জুলাই ৯ জনের করোনা শনাক্ত হয়। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com