রাজবাড়ীর কলেজপাড়ায় মাংসের হাড় গলায় আটকে কিশোরের মৃত্যু

স্টাফ রিপোর্টার || ২০২২-০৭-১২ ০১:০৭:৩০

image

রাজবাড়ী শহরের বিনোদপুর কলেজপাড়া এলাকায় গত ১০ই জুলাই রাতে ঈদের দিন গরুর মাংস খেতে গিয়ে গলায় হাড় আটকে আলিফ হোসেন(১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। 
  মৃত আলিফ হোসেন বিনোদপুর কলেজপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে এবং রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র ছিল।
  জানা গেছে, রাতে গরুর মাংস খাওয়ার সময় আলিফের গলায় হাড় আটকে যায়। অনেক চেষ্টা করেও গলা থেকে হাড় বের করতে না পেরে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন  অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে সে মারা যায়।
  রাজবাড়ী পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর তৌহিদুল ইসলাম তুহিন জানান, গরুর মাংস খেতে গিয়ে গলায় হাড় আটকে আলিফের মৃত্যু হয়। বছর দেড়েক আগে তার বাবাও স্ট্রোক করে মারা যায়। ৪ বোন ও এক ভাইয়ের মধ্যে আলিফ সবার ছোট ছিল।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com