পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয় এসএসসি ১৯৮১ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মোক্তার হোসেন || ২০২২-০৭-১৩ ১৫:৫০:১১

image

রাজবাড়ী জেলার পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয় এসএসসি ১৯৮১ ব্যাচের ঈদ পুনর্মিলনী-২০২২ গত ১২ই জুলাই স্থানীয় বিশ্বাস কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। 
  ঈদ পুনর্মিলনীর বিভিন্ন কর্মসূটির মূল আকর্ষণে ছিলেন নাট্য ও চলচ্চিত্র জগতের গুণী অভিনেতা শহীদুল আলম সাচ্চু।
  জানা যায়, গত মঙ্গলবার দুপুর ১২টায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের কর্মসূচি শুরু করা হয়। পবিত্র কোরআন পাঠ, গীতা পাঠ, পাংশা সরকারী জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন সময়ে মৃত্যুবরণকারী শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরণে ১মিনিটি নিরবতা পালন ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত, কেককাটা, স্মৃতিচারণ, অতিথিবৃন্দের বক্তব্য, র‌্যাফেল ড্র, আলোচনা, পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা সরকারী জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ইংরেজী শিক্ষক দেবাশীষ ঘোষ ও ক্রীড়া শিক্ষক শচীনন্দন দাস, পাংশা সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ মাহমুদুল হক রোজেন ও বিশিষ্ট ব্যবসায়ী ফজলে আলী ফারুক উপস্থিত ছিলেন।
  পাংশা সরকারী জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৮১ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- পাংশা সরকারী কলেজের সাবেক ভিপি মোঃ হাবিবুর রহমান রাজা, ২বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত নাট্য ও চলচ্চিত্র অভিনেতা শহীদুল আলম সাচ্চু, আমেরিকা প্রবাসী এনায়েত আকবর মিলন, বিশিষ্ট ব্যবসায়ী সাধন কুমার দে, পাংশা পৌরসভার ৩ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শেখ আজিজ, অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল মোঃ আমির খান লিপু, সোনালী ব্যাংক লিমিটেডের পাংশা উপজেলা কমপ্লেক্স শাখার সিনিয়র অফিসার বিমল কুমার মজুমদার, পাংশার বিদ্যুৎ দপ্তরে কর্মরত শ্যামসুন্দর গোস্বামী, মৃগী শহীদ দিয়ানত ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক তাপস কুমার দে, মোঃ ফয়জুল ইসলাম ফয়েজ, মোঃ আনিসুর রহমান, মোঃ অপু সরোয়ার, মোঃ আক্তারুজ্জামান টিপু ও যশাই ইউপির প্রাক্তন ইউপি সদস্য খোন্দকার হাসিবুন্নবী সাচ্চু প্রমূখ।
  স্মৃতিচারণ করার সময় অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, দীর্ঘ ৪১বছর পর আজকে আমরা একটি জায়গায় মিলিত হতে পরেছি। এই মিলনের ক্ষেত্রে যারা উদ্যোগী হয়ে ঈদ পুনর্মিলনীর আয়োজন করেছে তাদের লক্ষ্য ও উদ্দেশ্য মহত। আমরা পরস্পর প্রত্যেকের বয়সের ছাপ লক্ষ্য করছি। কিন্তু আজকের এই মিলনে মনে ও চোখে শৈশব কৈশোরের নানা স্মৃতি। বয়সের ছাপ পড়লেও অনুষ্ঠানে এসে মনে শক্তি সাহস সঞ্চার হচ্ছে। বারবার মিলনের আশা জাগছে। শ্যাম সুন্দর গোস্বামী রবীন্দ্র সঙ্গীতের “পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়” সুর টেনে স্মৃতিচারণ করেন।
  অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন পাংশা সরকারী কলেজের গণিত বিভাগের প্রভাষক বিমল কুমার কর্মকার। তিনিও কবিতা ও গুণী ব্যক্তিদের বাণী উল্লেখ করে জনকল্যাণে নিজেদের ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
  অনুষ্ঠানে নাট্যকার, পরিচালক ও অভিনেতা লিটু করিম, কেএম ফজলুল হক বাবু, মোঃ আইয়ুব আলী, আব্দুর রহমান, আব্দুল বাতেন মিয়া, মোঃ আব্দুস সামাদ সরদার, মোঃ আব্দুস সামাদ মন্ডল, মোঃ জসীম উদ্দিন মোল্লা, মোঃ লোকমান হোসেন, দেব প্রসাদ দত্ত (কোপা), মোঃ আবু আনছার মন্ডল, মোঃ আব্দুল লতিফ, মোঃ আক্কাস আলী, মোঃ নজরুল ইসলাম, উত্তম মিত্র ও মোঃ মাসুদ প্রমূখ উপস্থিত ছিলেন।
  অনুষ্ঠানে নাট্য ও চলচ্চিত্র অভিনেতা শহীদুল আলম সাচ্চুকে হাবাসপুর থিয়েটারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয় এসএসসি ১৯৮১ ব্যাচের পক্ষ থেকে অতিথিবৃন্দ ও অভিনেতা শহীদুল আলম সাচ্চুকে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়। 
  অনুষ্ঠানে পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয় এসএসসি ১৯৮১ ব্যাচের উপস্থিত সকলকে রজনী গন্ধা ফুলের স্টিকার দিয়ে বরণ করা হয়। অতিথিবৃন্দসহ প্রত্যেকের টি-শাট ও ক্যাপ প্রদান করা হয়।
  ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনে মূখ্য ভূমিকা পালন করেন মোঃ হাবিবুর রহমান রাজা, আমির খান লিপু ও বিমল কর্মকার। তারা বন্ধুত্বের বন্ধন বজায় রেখে প্রতিবছর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান এবং সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ করার অভিমত ব্যক্ত করেন।
  প্রসঙ্গত ঃ নাট্য ও চলচ্চিত্র অভিনেতা শহীদুল আলম সাচ্চুর শৈশব কৈশোর জীবন কেটেছে পাংশার মাটিতে। তিনিও পাংশা সরকারী জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮১ সালে কৃতিত্বের সাথে এসএসসি পাস করেন। ৭ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত এ বিদ্যালয়ে লেখাপড়া করেন তিনি। পাংশা কলেজেও লেখাপড়া করেন শহীদুল আলম সাচ্চু। উচ্চ মাধ্যমিক পর্যন্ত এ কলেজে লেখাপড়া করেন তিনি। পরবর্তীতে তিনি ঢাকায় চলে যান। শহীদুল আলম সাচ্চুর জন্ম মাগুড়া জেলার পুকুরিয়া গ্রামে। বর্তমানে তিনি ঢাকায় বসবাস করছেন। তার বড়ভাই মনজুরুল আলম ওই সময়ে পাংশা কৃষি ফার্সের ফার্ম সুপার ছিলেন। সেই সুবাদে তার পাংশায় অবস্থান ও বেড়ে ওঠা। পাংশায় অবস্থানকালীন সময়ে শহীদুল আলম সাচ্চু পাংশার তৎকালীন আর্তনাদ থিয়েটারের সাথে সম্পৃক্ত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com