কালুখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও শিশুর মৃত্যু

কালুখালী প্রতিনিধি || ২০২২-০৭-১৬ ০৭:৩০:২১

image

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের বহরের কালুখালী গ্রামের নিজ বাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও কোলের শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। 
  গতকাল ১৫ই জুলাই বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- বহরের কালুখালী গ্রামের মোঃ হোসেন আলীর স্ত্রী মর্জিনা বেগম(৩২) ও তার শিশু কন্যা চাঁদনী(৫মাস)।
  মৃতদের প্রতিবেশী সেলিনা বেগম জানান, ঘটনার সময় ভারী বৃষ্টি হচ্ছিল। শিশু চাঁদনী তার ভাইয়ের কোলে ছিল। দুধ খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করলে তখন মা মর্জিনা ছেলের কাছ থেকে তানিয়াকে নিয়ে বুকের দুধ খাওয়ানোর সময় টিনের বেড়ার সাথে স্পর্শ লাগলে বৈদ্যুতিক তারের মাধ্যমে ঘরের বেড়া শর্ট সার্কিট হওয়ায় ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। 
  এ ব্যাপারে কালুখালী থানার এসআই মনিরুজ্জামান মুন্সি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে বিনা ময়না তদন্তের জন্য আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com