প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন শেষে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট দিয়ে কর্মস্থলে ফিরছে অনেক মানুষ। ঘাট দিয়ে নদী পারাপারে স্বস্তি থাকলেও পথে তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।
গতকাল ১৫ই জুলাই সকালে সরেজমিনে দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে দেখা গেছে, ঢাকামুখী যানবাহনের কোন সিরিয়াল নেই। যে সমস্ত যানবাহন নদী পারের জন্য আসছে তারা সরাসরি ফেরীতে উঠতে পারছে। যাত্রীরা জানায়, দৌলতদিয়া ঘাট পর্যন্ত আসতে পথে তাদেরকে যানজট বা অন্য কোন ভোগান্তি পোহাতে হয়নি। তবে বাস, মাহেন্দ্রসহ অন্যান্য যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।
পাংশা থেকে আসা গাজীপুরগামী যাত্রী শরিফুল হক মৃধা বলেন, পাংশা থেকে দৌলতদিয়া ঘাট পর্যন্ত বাসে আগে দেড়শ’ টাকা ভাড়া নিলেও ঈদ উপলক্ষ্যে আজকে দুইশ’ টাকা নিয়েছে। এছাড়া কোন সমস্যা হয়নি।
বাস চালক সেকেন্দার খান বলেন, ঢাকা থেকে খালি গাড়ী নিয়ে যশোর ফিরতে হচ্ছে। তাই একটু বেশী ভাড়া নেয়া হচ্ছে। মহাসড়ক ফাঁকা থাকায় অনেক কম সময়েই গন্তব্যে পৌঁছানো যাচ্ছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক(বাণিজ্য) শিহাব উদ্দিন বলেন, এই নৌরুটের ২১টি ফেরীর মধ্যে ১৬টি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। বাকী ৫টি ফেরী বসিয়ে রাখা হয়েছে। যানবাহনের চাপ বাড়লে সেগুলো চালানো হবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com