রাজবাড়ী ও গোয়ালন্দের ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে পানি বিশুদ্ধকরণ ফিল্টার উদ্বোধনে এমপি রুমা

আসাদুজ্জামান নুর || ২০২২-০৭-১৬ ১৫:০২:০৫

image

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা গতকাল ১৬ই জুলাই রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার ৪টি প্রতিষ্ঠানে তার উদ্যোগে স্থাপিত পানি বিশুদ্ধকরণ ফিল্টার উদ্বোধন করেন। 

  প্রতিষ্ঠানগুলো হলো- রাজবাড়ী সরকারী শিশু পরিবার বালিকা(এতিমখানা), রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজ, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও গোয়ালন্দের ওয়াজেদ চৌধুরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। 
  এ সময় যুব মহিলা লীগ নেত্রী মুক্তি রাণী কর, তানজিনা আক্তার, সেতু আক্তার ও এমপি সালমা চৌধুরী রুমার ভাতিজা ও ব্যক্তিগত সহকারী সুজন চৌধুরীসহ প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 
   সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা জানান, সাম্প্রতিককালে পানি বাহিত রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ থেকে তার উদ্যোগে উল্লেখিত ৪টি প্রতিষ্ঠানসহ রাজবাড়ী সদর হাসপাতালে মোট ৪ লক্ষ ২০ হাজার টাকা ব্যয়ে পানি বিশুদ্ধকরণ ফিল্টার স্থাপন করা হয়। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com