ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কে অবৈধ নছিমন চলাচল করলেও হাইওয়ে পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব রয়েছে। ফলে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। গতকাল ১৮ই জুলাই দুপুরে রাজবাড়ীর জেলার মকবুলের দোকান এলাকায় জাতীয় মহাসড়কে বেপরোয়া গতির মালবাহী একটি নসিমনের সাথে ঢাকা থেকে আসা একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অল্পের জন্য প্রাইভেট কারের ৩জন আরোহী ও নসিমনের চালক বেঁচে গেলেও তারা আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তারা গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নেয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com