গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারীসহ তিন নেতাকে বহিষ্কার উপজেলা ছাত্রলীগের

আবুল হোসেন || ২০২২-০৭-১৮ ১৫:৩০:২০

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দে ছাত্রলীগের দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দল আরও প্রকট আকার ধারণ করেছে। 
  সর্বশেষ গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ ও সাধারণ সম্পাদক আকাশ সাহাকে উপজেলা ছাত্রলীগের সদস্য পদ থেকে এবং কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল হোসেনকে উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
  গত ১৬ই জুলাই রাতে উপজেলা ছাত্রলীগের ফেসবুক আইডি থেকে তাদেরকে বহিষ্কারের প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান ও সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয় ১২ই জুলাইয়ের তারিখ দিয়ে প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছে। অথচ ঈদ শুভেচ্ছার ফেস্টুন টানানো নিয়ে গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয়ের ব্যক্তিগত অফিসে হামলার জেরে উপজেলা আওয়ামী লীগ কর্তৃক তদন্ত কমিটি গঠনসহ ছাত্রলীগের সকল কর্মকান্ড স্থগিত করা হয়। এ অবস্থায় উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত উপক্ষো করে ৩ ছাত্রলীগ নেতাকে বহিষ্কারের এখতিয়ার নিয়ে প্রশ্ন উঠেছে।
  এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয় বলেন, গত ৯ই জুলাই রাতে পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদ, সাধারণ সম্পাদক আকাশ সাহা ও উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মৃদুল হোসেনের নেতৃত্বে ১২/১৩ জন আমার গোয়ালন্দ বাজারস্থ ব্যক্তিগত অফিসে হামলা ও ভাংচুর করে। এ বিষয়ে পরের দিন ১০ই জুলাই আমি তাদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করি। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগ তদন্ত কমিটি গঠনের আগেই আমি ও সভাপতি তুহিন দেওয়ান তাদেরকে উপজেলা ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করি এবং স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির নিকট সুপারিশ করি-যা কিছুটা বিলম্বে ফেসবুকে প্রকাশ করা হয়। জেলা ছাত্রলীগের কমিটি না থাকায় উপজেলা কমিটি এ সিদ্ধান্ত নিতে পারে বলে তিনি দাবী করেন।
  অপরদিকে, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ বলেন, আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দেয়ার পর তারা কোন ধরনের সভা না করে অন্যায়ভাবে আমাদের বহিষ্কার করেছে। এটা সম্পূর্ণভাবে ছাত্রলীগের গঠনতন্ত্র বিরোধী হয়েছে । আমরা এ সিদ্ধান্ত মানি না। আমাদের সমস্যা নিয়ে উপজেলা আওয়ামী লীগ গত ১২ই জুলাই একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কাজ চলমান থাকায় এবং তারা ছাত্রলীগের সকল কর্মকান্ড স্থগিত করায় আমরা কোন ধরনের কর্মসূচীতে যাচ্ছি না। অথচ উপজেলা ছাত্রলীগ উপজেলা আওয়ামী লীগকে উপেক্ষা করে একের পর এক বিতর্কিত কর্মকান্ড করে চলেছে। এতে ছাত্রলীগের সাধারণ নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
  জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ বলেন, ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী উপজেলা ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির কোন সদস্যকে ওই কমিটি বা কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক বহিষ্কার করতে পারে না। এ ক্ষেত্রে জেলা কমিটির মাধ্যমে কোন সুপারিশ কেন্দ্রীয় কমিটির কাছে গেলে কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত দিতে পারে। কিন্তু গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগ এ ক্ষেত্রে গঠনতন্ত্রের আলোকে সিদ্ধান্ত নেয়নি।
  গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ বলেন, ছাত্রলীগের মধ্যে বিদ্যমান পরিস্থিতির আলোকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির কার্যক্রম চলমান রয়েছে। এ অবস্থায় উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পৌর ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৩ নেতাকে বহিষ্কার করেছে বলে ফেসবুকের মাধ্যমে জানলাম। বিষয়টি দুঃখজনক। তাছাড়া এ ক্ষেত্রে তারা ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির কোন সভাও করেনি বলে শুনলাম। সভাপতি ও সাধারণ সম্পাদক এককভাবে এ সিদ্ধান্ত নিতে পারে না। এ সিদ্ধান্তে ছাত্রলীগের মধ্যে অস্থিতিশীলতা আরও বেড়ে যেতে পারে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com