জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে গোয়ালন্দে প্রস্তুতিমূলক সভা

মইনুল হক মৃধা || ২০২২-০৭-১৯ ১৫:০৪:৫৩

image

আগামী ২৩শে জুলাই থেকে ২৯শে জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় গতকাল ১৯শে জুলাই দুপুরে প্রস্তুতিমূলক সভা গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 
  গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে সভায় গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ, উজানচর ইউপির চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউপির চেয়ারম্যান আঃ রহমান মন্ডল ও ছোট ভাকলা ইউপির চেয়ারম্যান আমজাদ হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 
  সভায় জানানো হয়, জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে গোয়ালন্দ উপজেলায় মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরের অগ্রগতি ও সাফল্য বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শন, উপজেলার মৎস্য সম্পদের বর্তমান অবস্থা ও করণীয় বিষয়ক সেমিনার, গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা, সফল মৎস্য চাষী/উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ এবং মৎস্য চাষ বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হবে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com