দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট লঞ্চ চলাচল বন্ধ রয়েছে

আবুল হোসেন || ২০২০-০৮-০৫ ১৮:০১:৪২

image

পদ্মা নদীতে তীব্র স্রোত ও ঢেউসহ বৈরী আবহাওয়ার কারণে গতকাল ৫ই আগস্ট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটের ছোট লঞ্চগুলোর চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
  বিআইডব্লিউটিএ’র আরিচা কার্যালয়ের কর্মকর্তা আফতাব উদ্দিন জানান, গত কয়েক দিন পদ্মা নদীর পানি কমলেও তা বিপদসীমার ৭৩ সেঃ মিঃ উপর দিয়ে (দৌলতদিয়া পয়েন্টে) প্রবাহিত হচ্ছে। এর পাশাপাশি নদীতে স্রোত ও ঢেউয়ের গতিবেগ বেড়ে গেছে। এ অবস্থায় দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুটের ২২টি লঞ্চের মধ্যে ছোট ৮টি লঞ্চের চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ঝুঁকি এড়াতে যাত্রীদের ফেরীতে নদী পারাপারের পরামর্শ দেয়া হচ্ছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com