রাজবাড়ী জেলার গোয়ালন্দে বাজার পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচনের বাকি আর দুই দিন। প্রচারণাও তুঙ্গে। এ নির্বাচনে প্রার্থীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন শেষ মুহূর্তের প্রচারণায়। কর্মী-সমর্থকেরা ব্যবসায়ীদের কাছে প্রার্থীর পক্ষে ভোটারদের মন জয় করতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভোটাররাও এখন ব্যস্ত চুলচেরা বিশ্লেষণে।
সরেজমিনে গতকাল শুক্রবার দেখা গেছে, প্রার্থীদের প্রচারণার সমর্থকেরা ব্যবসায়ীদের কাছে হাতে লিফলেট নিয়ে কর্মী-সমর্থকদের নিয়ে গণসংযোগে ব্যস্ত। কেউ কুশল বিনিময় করছেন। কেউ দিচ্ছেন প্রতিশ্রুতি। ব্যবসায়ীদের সাথে গণসংযোগের সময় কথা হয় সভাপতি প্রার্থী মোঃ ছিদ্দিক মিয়ার সঙ্গে।
তিনি বলেন, ‘ভোটারদের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’ তিনি ভোটারদের কেন্দ্র গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগের সময় কথা হয় ব্যবসায়ী পরিষদ নির্বাচনের অংশগ্রহণকারী সাধারণ সম্পাদক প্রার্থী গোলাম মাহবুবুর রাব্বানীর সঙ্গে।
তিনি বলেন, ভোট সুষ্ঠু হলে বিজয় ইনশাআল্লাহ্ আমার হবেই। ভোটরদের ভালো সাড়া পাচ্ছি। আমি সকলের কাছে দোয়া কামনা করছি।
এদিকে ভোটাররা বলছেন, ‘প্রার্থীরা তো ভোটের আগে অনেক প্রতিশ্রুতি দেন। কিন্তু ভোটের পর আর খবর থাকে না। তাই দেখেশুনে ভোট দেব, যাঁকে ভোটের পরেও পাব।’
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com