জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পাংশায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

মোক্তার হোসেন/শামীম হোসেন || ২০২২-০৭-২৩ ১৪:৫৩:১২

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে গতকাল ২৩শে জুলাই সকালে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
  গতকাল শনিবার সকাল ১১টার সময় পাংশা উপজেলা মৎস্য দপ্তরে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
  মতবিনিময় সভায় জাতীয় মৎস্য সপ্তাহের (২৩-২৯ জুলাই) কর্মসূচি ঘোষণা করেন পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) খোন্দকার আবু বকর সিদ্দিক। এ সময় গোয়ালন্দের সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু ও পাংশা উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী সম্পা রানী সরকার উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে মোঃ মোক্তার হোসেন, সেলিম মাহমুদ, সৈকত শতদল, শামীম হোসেন ও মাসুদ রেজা শিশির উপস্থিত ছিলেন।
  মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বকর সিদ্দিক বলেন, এবারে নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে ২৩-২৯শে জুলাই দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপনে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির আলোকে ২৩শে জুলাই প্রথম দিনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। কর্মসূচির দ্বিতীয় দিন ২৪শে জুলাই র‌্যালী,  উদ্বোধন ও আলোচনা সভা রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম সম্মতি জ্ঞাপন করেছেন। জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে তিনি সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com