বালিয়াকান্দিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

তনু সিকদার সবুজ || ২০২২-০৭-২৪ ১৫:২১:২৩

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
  এ উপলক্ষ্যে বালিয়াকান্দি উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে গতকাল ২৪শে জুলাই সকালে র‌্যালী, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। 
  প্রথমে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‌্যালী বের হয়ে বালিয়াকান্দি বাজার এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
  উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ সাত্তার খান, উপজেলা মৎস্য কর্মকর্তা(চঃ দাঃ) আঃ মান্নাফ, উপজেলা মৎস্য খামারের ব্যবস্থাপক রবিউল করিম, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস আলম ও নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীর প্রমুখ বক্তব্য রাখেন। 
  আলোচনা সভার শেষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্য চাষী, মৎস্যজীবীদের মধ্যে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com