রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের আফড়া বাজার এলাকায় গতকাল ২৪শে জুলাই বিকালে দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় সরাফত হোসেন নামে আড়াই বছর বয়সী এক শিশুর নিহত হয়েছে।
জানা গেছে, নিহত সরাফত হোসেন ওই এলাকার আব্দুল আজিজের ছেলে। শিশু সরাফত হোসেনের মা নিজ বাড়ীর সামনে মহাসড়কের পাশ থেকে গোবরের লাকড়ি আনতে গেলে শিশুটিও মায়ের সাথে যায়। এ সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগামী একটি প্রাইভেট কারের ধাক্কায় ছিটকে পড়ে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com