রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে এলজিএসপি-৩ প্রকল্প সংক্রান্ত উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৪শে জুলাই বিকালে কালুখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে রতনদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জনগণের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় ইউপি সদস্য হাফিজুর রহমান তছির মোল্লার সভাপতিত্বে সভায় রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, কালুখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন মোল্লা, রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মল কুমার সাহা, ইউনিয়ন পরিষদের সচিব ইউনুস হোসেনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় স্থানীয়রা এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের দাবী জানান।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com