বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ২৫শে জুলাই দলের রাজবাড়ী জেলা শাখার সাবেক সভাপতি এডভোকেট সৈয়দ রফিকুছ সালেহীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
গতকাল ২৫শে জুলাই এক শোক বার্তায় শেখ হাসিনা মরহুমের চির শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও গতকাল ২৫শে জুলাই অপর শোক বার্তায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দলের রাজবাড়ী জেলার সাবেক সভাপতি সৈয়দ রফিকুছ সালেহীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
উল্লেখ্য, এডঃ সৈয়দ রফিকুছ সালেহীন(৮৫) গতকাল ২৫শে জুলাই সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী শহরের সজ্জনকান্দায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিকাল সাড়ে ৫টায় রাজবাড়ী শহরের শহীদ খুশি রেলওয়ে মাঠ সংলগ্ন ঈদগাহ ময়দানে তার জানাযা শেষে তার মরদেহ শহরের নতুন বাজার সংলগ্ন পৌরসভার ১নং কবরস্থানে দাফন করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com