পাংশায় মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ সেবা প্রদান

মোক্তার হোসেন || ২০২২-০৭-২৬ ১৫:০১:৫৮

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে গতকাল ২৬শে জুলাই মৎস্য চাষীদের বিশেষ সেবা প্রদান অনুষ্ঠিত হয়েছে। 
  এ উপলক্ষে উপজেলার বাবুপাড়া ইউপির ভুরকুলিয়া গ্রামে মৎস্যচাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানির পিএইচ পরীক্ষা করা হয়।
  জানা যায়, গতকাল রবিবার জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এর চতুর্থ দিনে ভুরকুলিয়া গ্রামে সমবেত ৩১ জন মৎস্যচাষীর ১২৮টি পুকুরের পানির পিএইচ পরীক্ষা করা হয়। একই সাথে মৎস্যচাষ বিষয়ক পরামর্শ প্রদান করা হয় সেখানে।
  এ সময় পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা(অঃ দাঃ) খোন্দকার আবু বকর সিদ্দিক, গোয়ালন্দের সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু ও পাংশা উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী সম্পা রানী সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com