জাতীয় সংসদের ৩৪০ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট খোদেজা নাসরিন আক্তার হোসেনের উদ্যোগে গতকাল ২৬শে জুলাই দুপুরে রাজবাড়ী জেলার পাংশায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গাছের চারা বিতরণ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এডভোকেট খোদেজা নাসরিন আক্তার হোসেন এমপি বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশার এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাংশা সরকারী জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কেএম নজীবুল্লাহ ও পাংশার বন বিভাগের ফরেস্টার মোঃ আজিজুল হক প্রমুখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস।
প্রধান অতিথি এডভোকেট খোদেজা নাসরিন আক্তার হোসেন এমপি বনভূমি রক্ষার গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ, সাংবাদিক মোঃ মোক্তার হোসেনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com