শোকের মাস আগস্টে বাংলাদেশ আওয়ামী লীগের গৃহীত কর্মসূচি সফল করার জন্য রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যৌথ সভা গতকাল মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর সঞ্চালনায় যৌথ সভায় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার উপস্থিত ছিলেন।
সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী ব্রেন স্টোক করে দীর্ঘদিন দেশের বাইরে চিকিৎসাধীন থাকার পর সুস্থ্য হয়ে জেলা আওয়ামী লীগের যৌথ সভায় যোগদান করায় জেলা আওয়ামী লীগসহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।
যৌথ সভা শেষে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেন, আগস্ট মাস আমাদের জন্য শোকের মাস। এই মাসে হত্যা করা হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবার ও স্বজনদের। ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে সকাল ৮টা থেকে জেলা আওয়ামী লীগের দিনব্যাপী কর্মসূচি রয়েছে। ওইদিন সকাল ৮টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, দলীয় পতাকা, সকল সহযোগী সংগঠনের পতাকা অর্ধনমিত করে উত্তোলন, কালো ব্যাজ ধারণ। সকাল সাড়ে ৮টায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, ১৫ই আগস্টের পূর্বে ৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্যপুত্র শেখ কামালের জন্মদিন উদযাপন, ৮ই আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালন করা হবে।
এছাড়া ১৭ই আগস্ট সিরিজ বোমা হামলা দিবস পালন, ১৮ই আগস্ট তৎকালীন মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক গণ পরিষদ সদস্য কাজী হেদায়েত হোসেনের মৃত্যু বার্ষিকী পালনসহ ২১শে আগস্ট গ্রেনেড হামলা দিবস পালন করা হবে।
যৌথ সভায় জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ হেদায়েত আলী সোহরাব, সহ-সভাপতি প্রফেসর ফকরুজ্জামান মুকুটসহ জেলা আওয়ামী সহ উপজেলা আওয়ামীলীগের অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগের যৌথ সভায় জেলা আওয়ামী লীগের নতুন কমিটি পূর্নাঙ্গ করা বিষয়ে ব্যাপক আলোচনা হয়। তবে সভা শেষে এ ব্যাপারে কেউ কোন কথা বলতে রাজি হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে জেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, আগামী সপ্তাহের মধ্যে জেলা আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে। সহ-সভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদক, উপ-দপ্তর সম্পাদকসহ পদে বেশ কয়েকটি নতুন মুখ আসছে বলে তিনি বলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com