পাংশায় ভ্রাম্যমান আদালতে দুই দোকানীর জরিমানা॥কারেন্ট জাল ধ্বংস

মোক্তার হোসেন || ২০২২-০৭-২৭ ১৪:৪৬:১৯

image

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে গতকাল ২৭শে জুলাই কর্মসূচির ৫ম দিনে রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।
  অভিযানে অবৈধ কারেন্ট জাল মজুদ ও বিক্রি করায় দোকানী রবিউল ইসলামকে ৩হাজার টাকা ও সুশীল দে’কে ২হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন। এ সময় তাদের দোকান থেকে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের ৫হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
  জানা যায়, গতকাল বুধবার দুপুর ১২টার দিকে পাংশার এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওনের নেতৃত্বে পাংশা বাজার ও পাংশা পুরাতন বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। 
  পাংশা উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা এবং পাংশা মডেল থানার পুলিশ এতে উপস্থিত ছিলেন। আভিযানিক দলের সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু তথ্য নিশ্চিত করেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com