ভ্রাম্যমাণ আদালতে বানীবহ বাজারের ফার্মেসীসহ ৪টি দোকানের জরিমানা

স্টাফ রিপোর্টার || ২০২২-০৭-২৮ ১৬:০৭:৩৯

image

রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবরাজ চৌধুরীর নেতৃত্বে গতকাল ২৮শে জুলাই বিকালে সদর উপজেলার বানীবহ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 
  এ সময় বিড়ি-সিগারেটের বিজ্ঞাপন প্রচারের দায়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্রাদার্স স্টোরের মালিককে ৫শত টাকা, মান্নান টি স্টলের মালিককে ৩শত টাকা, সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে মোঃ ইমরানকে ২শত টাকা এবং ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে আলিফ ফার্মেসীর মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ হাজার টাকা জরিমানা করা হয়। 
  এছাড়াও বিড়ি-সিগারেটের বিজ্ঞাপন জনসম্মুখে ধ্বংস এবং ৬ রকম ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ জব্দ করা হয়। জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিকসহ পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com