“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৩ থেকে ২৯শে জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ সমাপ্ত হয়েছে।
এ উপলক্ষে গতকাল ২৯শে জুলাই সমাপনীতে সকালে জাতীয় মৎস্য সপ্তাহ বাস্তবায়ন সম্পর্কিত জেলা কমিটির আয়োজনে কালেক্টরেটের সম্মেলন কক্ষে মূল্যায়ন সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান বক্তব্য রাখেন।
জেলা মৎস্য অফিসার মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে ও সদর উপজেলা মৎস্য অফিসার মোস্তফা আল রাজীবের সঞ্চলনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রশীদ মন্ডল, শিক্ষার্থী অভিভাবক ডাঃ সমীর কুমার দাশ ও মৎস্যজীবি নিরোদ হালদার প্রমুখ।
এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার(এনডিসি) সাইফুল হুদা, জেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শামীমা আক্তার, সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার মোস্তফা কামালসহ মৎস্যজীবি ও মৎস্যচাষী এবং শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে জেলা মৎস্য অফিসের পক্ষ থেকে জেলা প্রশাসক আবু কায়সার খানকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয় এবং জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতায় বিজয়ী (৩জন কলেজ শিক্ষার্থী ৩জন যুব উন্নয়নের প্রশিক্ষণার্থী) মোট ৬জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com