সোলার লাইট নষ্ট থাকায় কালুখালীতে দৃষ্টিনন্দন আর্চ ব্রিজে নিরাপত্তার ঝুঁকি!

রাকিবুল ইসলাম || ২০২২-০৭-৩০ ১৪:৪৫:০৭

image

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার হাতিরঝিল খ্যাত দৃষ্টিনন্দন আর্চ ব্রিজে দীর্ঘদিন সকল প্রকার লাইট নষ্ট থাকায় ব্রিজটি রাত্রীকালীন সৌন্দর্য্য হারিয়েছে। ফলে সন্ধ্যার পর থেকে রাতের যে কোন সময় ব্রিজের উপর অপরাধমূলক ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
  জানা গেছে, এলজিইডি’র তত্ত্বাবধানে চন্দনা নদীর উপর ২০১৭-২০১৮ অর্থ বছরে ৭ কোটি ১৯ লক্ষ ১২ হাজার ৯২৮ টাকা ব্যয়ে ৪০ মিটার দীর্ঘ ব্রিজটি নির্মাণ কাজ ২০১৮ সালের ১লা সেপ্টেম্বর শুরু হয় এবং ২০১৯ সালের ৩০শে আগস্ট কাজ শেষ হয়। ব্রিজটির সকল আলোকসজ্জা সৌর বিদ্যুৎ প্যানেল সিস্টেমে তৈরী করা হয়েছে। 
  ব্রিজটি নির্মাণ হওয়ায় রতনদিয়া ও বোয়ালিয়া ইউনিয়নের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সহজতর হওয়ার পাশাপাশি রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন শতশত ভ্রমন পিপাসু মানুষ এখানে ঘুরতে আসে। এদের মধ্যে কেউ আসেন পরিবার পরিজন নিয়ে, কেউ আসেন বন্ধু-বান্ধব নিয়ে আবার কেউ আসেন প্রিয় মানুষটিকে সাথে নিয়ে। 
  তবে দীর্ঘদিন দৃষ্টিনন্দন আলোকসজ্জা বন্ধ থাকায় সন্ধ্যার পূর্বেই পরিবার পরিজন নিয়ে এখান থেকে চলে যায়। ব্রিজে বর্তমানে কোন ধরনের আলোর ব্যবস্থা না থাকায় বখাটে চক্রের উপদ্রবে অনেক দর্শনার্থী নিরাপত্তা নিয়ে ঝুঁকিতে থাকে।
  ব্রিজের ঘুরতে আসা লিটন দাস বলেন, ঢাকার হাতিরঝিল খ্যাত কালুখালীর আর্চ ব্রিজটি আমাদের উৎসাহ বেশি। আমাদের মন ভালো করতে এখানে ঘুরতে আসি। বেশ কিছুদিন লাইট বন্ধ থাকায় সন্ধ্যার পূর্বেই আমরা এখান থেকে চলে যাই।
  কলেজ শিক্ষার্থী সোহানুর রহমান বলেন, পরিবারের সাথে এখানে ঘুরতে আসি। রাতে লাইট বন্ধ থাকায় ভয়ংকর অবস্থার সৃষ্টি হয়। আমার মত অনেকেই সন্ধ্যার লাগার সাথে সাথে এখান থেকে চলে যায়। তবে আলোকসজ্জা থাকলে খুব সুন্দর লাগে। 
  এ ব্যপারে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা ছিল না। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করবো।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com