রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে আইন শৃঙ্খলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির দুইটি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু মিয়া, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশাহ আলমগীর, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মদ আলী মাষ্টার, বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বাসন্তী স্যান্যাল।
সভায় বিভিন্ন ইউনিয়নের মাদকের প্রকোপ নিয়ে কথা বলেন বক্তারা।
বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, পুলিশের কাছে অপরাধীদের ধরা পরতেই হবে। যারা অপরাধ করছে তারা ছাড় পাবে না। সন্তানের প্রতি অভিভাবকদের খেয়াল রাখতে হবে। আমরা প্রতিটা জায়গায় অপরাধ অনিয়মের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। কোথায় কি ধরণের মাদক বিক্রি হচ্ছে আমাদের সঠিক তথ্য দিন। অপরাধ যেই করুক পুলিশের কাছে ধরা পরতেই হবে। পুলিশ আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবে। পুলিশের প্রতি বিশ্বাস রাখেন।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com