গোয়ালন্দে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারী ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস

মইনুল হক মৃধা || ২০২২-০৮-০১ ১৫:৩৮:১৭

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদী থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধে গতকাল ১লা আগস্ট দুপুরে ভ্রাম্যমান আদালত ক্যানাল ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে।
  গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুর রহমান এ অভিযান পরিচালনা করেন। এ সময় কোনো ড্রেজার মালিক ঘটনাস্থলে উপস্থিত না থাকায় ১টি ড্রেজিং মেশিন ও কিছু লম্বা প্লাস্টিক পাইপ ধ্বংস করা হয়।
  সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ক্যানাল ঘাট এলাকায় সড়কের পাশে নদী থেকে স্থানীয় লোকজন ড্রেজিং মেশিন বসিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিল। মাটি উত্তোলনের কারণে আশ পাশের জমির মাটি নদীতে ভেঙে পড়ছে। এতে ওই ড্রেজার মেশিনের আশে পাশে ঘরবাড়ি হুমকিতে রয়েছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com