ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া বাজারের ১টি বেকারী ও ১টি ওষুধের ফার্মেসীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল ৩রা আগস্ট অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে এই তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় উৎপাদিত খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ ও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না থাকায় রতনদিয়া বাজারের উজ্জ্বল বেকারী ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীকে ১০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ করায় একই মেসার্স মা ফার্মেসীকে ৩হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও অভিযানকালে বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তদারকি এবং ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। কালুখালী উপজেলা স্যানিটারী ইন্সপেক্টরসহ পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com