গোয়ালন্দের পদ্মায় নদী থেকে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ॥পুড়িয়ে ধ্বংস

মইনুল হক মৃধা || ২০২২-০৮-০৩ ১৬:৫৩:১২

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুর রহমানের নেতৃত্বে গতকাল ৩রা আগস্ট বিকালে পদ্মা নদীর দেবগ্রাম ইউনিয়নের বেতকা রাখালগাছী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 
  এ সময় ৫৬টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ এবং সাড়ে ৬ কেজি ওজনের ১টি বাউশ মাছ (বাইম মাছ জাতীয়) উদ্ধার করা হয়। পরে জব্দকৃত দেড় লক্ষাধিক টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারী জাল অন্তারমোড় এলাকায় নদীর পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস এবং উদ্ধারকৃত বাউশ মাছটি ছোট ভাকলা ইউনিয়নের এলাইল ফোরকানীয়া হাফিজিয়া মাদ্রাসায় প্রদান করা হয়। 
  গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল শরীফসহ মৎস্য বিভাগের স্টাফ ও দৌলতদিয়া নৌ-ফাঁড়ি পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।  

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com